ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বাজছে বিপদ সংকেত, অন্ধকারে দুই শহর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক এলাকা থেকে ভেসে আসছে সাইরেনের (যুদ্ধকালীন বিপদ সংকেত) শব্দ। আজ বৃহস্পতিবার ( ৮ মে) রাত সাড়ে ৯টা নাগাদ জম্মু শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই সাইরেন বাজতে শুরু করে।একই চিত্র দেখা গেছে জম্মু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর কুপওয়ারায়ও। সেখানেও শোনা যাচ্ছে সাইরেনের একটানা আওয়াজ।
এদিকে একই সময়ে এই দুই গুরুত্বপূর্ণ শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত জম্বু-কাশ্মীরে স্থানীয় বাসিন্দাদের করা ভিডিওতে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ড্রোন দ্বারা কোনো উড়ন্ত বস্তুকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ও সাইরেনের আওয়াজ, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও বিস্ফোরণের উৎস অনুসন্ধানের চেষ্টা চলছে।