পাকিস্তানি পাইলট ভারতীয় হেফাজতে থাকার খবর মিথ্যা : আতাউল্লাহ তারার

নিজেদের দেশের একজন পাইলট ভারতীয় হেফাজতে থাকার খবর মিথ্যা বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা এবং মনগড়া’ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (৮ মে) জিও নিউজ চ্যানেলের আজ ‘শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘আপনাদের বি-গ্রেডের বলিউড মানসিকতা থেকে বেরিয়ে আসুন।’
এর আগে ভারতীয় সাংবাদিক বরখা দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে দাবি করেছেন, ‘একজন পাকিস্তানি পাইলট ভারতীয় হেফাজতে আছেন – আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।’
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এদিকে বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এদিন রাত ৯টার দিকে জম্মু শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই পুরো শহরে সাইরেন বাজতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ।

স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভি জানায়, হামলার কারণে শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোবাইলফোন পরিষেবাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও ফুটেজে আকাশে আলোর ঝলক দেখা গেছে।
জম্মু ছাড়াও প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর কুপওয়ারা ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট শহরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।