ভারতের সেনানিবাসের কাছে আজও বিস্ফোরণ-গোলাগুলি

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে বিমানবাহিনীর একটি সেনানিবাসের কাছে বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। শুক্রবার (৯ মে) রাতে এসব বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা।
বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, পাঞ্জাবের অমৃতসরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটি পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
সাংবাদিক রবিন্দর সিং ব্যাপক গোলাগুলির তথ্য জানিয়ে তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে গুলির শব্দ শোনা যাচ্ছিল। ভিডিওটির শিরোনামে রবিন্দর সিং লিখেছেন, “কিছু সময় আগে, অমৃতসরে আজনলা সড়কের কাছে বিমানবাহিনীর সেনানিবাসের আশপাশ থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।”
এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের বাসিন্দারাও ড্রোন হামলার শব্দ শুনেছেন।
রাহুল সিং ওবরেহ নামে এক ব্যক্তি সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, রাত ৮টার দিকে জম্মুতে ব্ল্যাকআউট শুরু হয়। এর ১৫ থেকে ৩০ মিনিট পর শুরু হয় ড্রোন হামলা। আমি আমার কর্মক্ষেত্রে আছি। আকাশে লাল বাতি এবং বিস্ফোরণ দেখতে পাচ্ছি।
ধারণা করা হচ্ছে, জম্মু ও অমতসরে ড্রোন ভূপাতিত করার চেষ্টা করছে ভারতীয় সেনারা।
এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, “আমরা উত্তেজনা হ্রাস করব না— ভারত আমাদের যে ক্ষতি করেছে, তাদের আঘাত পেতে হবে।”
গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলা করে ভারত। তাদের এই হামলায় ৩৩ বেসামরিক মানুষ নিহত এবং ৬২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, “এটি হলো মূল্য যা আমরা দিয়েছি। প্রত্যেক ফোটা রক্ত সশস্ত্র বাহিনী এবং পাকিস্তানের মানুষের বিবেকে রয়েছে।”
ভারত হামলা চালানোর পর তাদের প্রতিহত করতে সঙ্গে সঙ্গে পাল্টা বিমান হামলা চালানো শুরু করে পাকিস্তানের বিমানবাহিনী। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যারমধ্যে অত্যাধুনিক রাফাল বিমানও রয়েছে।