ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

ফিনল্যান্ডে দুটি বেসামরিক হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে ইউরা বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টার দুটি এস্তোনিয়ার রাজধানী তাল্লিন থেকে একসঙ্গে আকাশে উঠেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছেন, হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ একটি বনভূমি এলাকায় পাওয়া গেছে। একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন যাত্রী ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা কোকেম্যাকির পীকাজারভি ফ্লাইট সেন্টারে একটি বিমান চালনা অনুষ্ঠানে যাচ্ছিলেন।

নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বিমান দুটি বিদেশি-নিবন্ধিত বেসামরিক হেলিকপ্টার ছিল। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফিনল্যান্ড ও এস্তোনিয়ার কর্মকর্তারা এই তদন্তে পারস্পরিক সহযোগিতা করছেন।