আল্পসে পর্বতারোহীসহ নিহত ৬

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় বেশ কয়েকটি পৃথক দুর্ঘটনায় গত দুদিনে পাঁচ পর্বতারোহী ও একজন স্কিয়ারসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৪ মে) রিম্পফিশহর্ন পর্বতের চূড়ার কাছে কিছু পরিত্যক্ত স্কি দেখতে পেয়ে পর্বতারোহীরা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে একটি হেলিকপ্টার দিয়ে উদ্ধারকারীরা বিলাসবহুল রিসোর্ট জেরম্যাটের কাছ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করতে কাজ করছে।
রিম্পফিশহর্ন চার হাজার ১৯৯ মিটার উঁচু একটি পর্বত, যা ইতালীয় সীমান্তের কাছে অবস্থিত এবং এটি স্কিয়ারদের কাছে খুব জনপ্রিয়।
এ ছাড়া বার্ন ক্যান্টনের মরগেনহর্নে তুষারপাতের কবলে পড়ে ২৯ বছর বয়সী একজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই তুষারপাতে আটকে পড়া আরও দুই পর্বতারোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের আঘাত গুরুতর নয়।

সুইজারল্যান্ডের পাহাড়ি এলাকায় শীতকালে দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব স্নো অ্যান্ড অ্যাভাল্যাঞ্চসের তথ্য অনুযায়ী, চলতি শীত মৌসুমে (১ অক্টোবর, ২০২৪ থেকে ২০২৫ সালের ১৭ মে) দেশটিতে তুষারধসে ১৫ জন নিহত হন।
এর আগে ২০২৪ সালের মার্চে জেরম্যাটের কাছেই পাহাড়ের চূড়ায় ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ছয়জন স্কিয়ার মারা গিয়েছিলেন, যাদের মধ্যে একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন। এই ঘটনাগুলো আল্পস পর্বতমালায় পর্বতারোহণের ঝুঁকি সম্পর্কে আরও একবার সতর্কবার্তা দিল।