পাকিস্তানে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা ও চলতি বছরের পবিত্র ঈদুল আজহার তারিখ নিশ্চিত করতে বৈঠকে বসছে পাকিস্তানে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। আজ মঙ্গলবার (২৭ মে) কমিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল খাবির আজাদ এই বৈঠকে সভাপতিত্ব করবেন। খবর জিও নিউজের।
এছাড়া রুয়েত-ই-হিলালের আঞ্চলিক কমিটিগুলোও ঈদুল আজহার চাঁদ দেখার জন্য নিজ নিজ সদর দপ্তরে পৃথকভাবে বৈঠক করবে।
ঈদুল আজহা জিলহজ মাসের ১০ম দিনে পালিত হয়, যা হজ্বের সময়কেও নির্দেশ করে।

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের মুসলমানরা ৭ জুন ঈদুল আজহা উদযাপন করবে বলে আশা করা হচ্ছে।
সুপারকো আরও জানিয়েছে, জিলহজ মাসের চাঁদ ২৭ মে সকাল ৮টা ২ মিনিটে জন্মগ্রহণ করবে, তবে সূর্যাস্তের সময় এর বয়স মাত্র ১১ ঘণ্টা ৩৪ মিনিট হবে, যা সারা দেশে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় নগণ্য করে তোলে।
অন্যদিকে আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির মতে, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এই পবিত্র উৎসব ৬ জুন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ঈদুল আজহা হলো ঈদুল ফিতরের পাশাপাশি ইসলামের দুটি প্রধান উৎসবের মধ্যে দ্বিতীয়টি। সাধারণত এই উৎসব ও এর উদযাপন তিনদিন ধরে চলে।