হামাসের নৌ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ফাইল ছবি
গাজা সিটিতে হামাসের নৌবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার রামজি রমজান আবদ আলী সালেহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আলজাজিরার।
আইডিএফ আরও দাবি করেছে, তারা হামাসের আরও কয়েকজন কমান্ডারকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের মর্টার শেলিং ইউনিটের উপপ্রধান হিশাম আইমান আতিয়া মনসুর ও একই গোষ্ঠীর সদস্য নিসিম মুহাম্মদ সুলেমান আবু সাবহা।

এদিকে ইসরায়েলি হামলায় আজ গাজা উপত্যকাজুড়ে অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এই সংঘাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে, যা গাজার মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।