বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননের দাইর কিফা শহরে একটি ভ্যানে বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গতকালের হামলার পর আজ মঙ্গলবার (৮ জুলাই) আইডিএফ নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করে। খবর আলজাজিরার।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীই এই হামলা চালিয়েছে। এতে আলী আবদ আল-হাসান হায়দার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হায়দারকে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের একজন কমান্ডার হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করছেন, হায়দার ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং সৈন্যদের বিরুদ্ধে ‘অসংখ্য সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন।
টেলিগ্রামে এক বিবৃতিতে আইডিএফ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে হায়দার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো কেন্দ্রগুলো পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত ছিল। তার কার্যকলাপ ইসরায়েল ও লেবাননের মধ্যে বিদ্যমান বোঝাপড়ার সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার দুই ঘণ্টা পর দক্ষিণ লেবাননের বাইত লিফ এলাকায় হিজবুল্লাহর আরও একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। যদিও দ্বিতীয় নিহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। এই হামলাগুলো লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।