শিরার সমস্যায় ভুগছেন ডোনাল্ড ট্রাম্প

শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন।
ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প লক্ষ্য করেন যে তার পা ফুলছে। এরপর পরীক্ষা করে জানা যায়, তিনি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (সিভিআই) নামক সমস্যায় আক্রান্ত।
লিভিট আরও জানান, এই সমস্যাটি ৭০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে খুবই সাধারণ। বর্তমানে ট্রাম্পের বয়স ৭৯ বছর। এর আগেও তার হাত ও পায়ের ফোলা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।
হাতের ফোলার বিষয়ে ব্যাখ্যা দিয়ে লিভিট বলেন, ট্রাম্পকে প্রতিদিন বহু মানুষের সঙ্গে হাত মেলাতে হয়। যেহেতু তিনি অ্যাসপিরিন গ্রহণ করেন, তাই অতিরিক্ত হাত মেলানোর প্রভাব তার হাতে পড়ে।
হোয়াইট হাউস থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, পরীক্ষায় ট্রাম্পের শরীরে ডিপ ভেন থ্রম্বোসিস (ডিভিটি) বা ধমনীর কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন বারবাডেল্লা একটি চিঠিতে জানিয়েছেন, ট্রাম্পের শারীরিক অবস্থা চমৎকার।