ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি

রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে জার্মানি। ইউক্রেনের ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের নেতাদের ভার্চুয়াল বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকের পর জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছিলেন, তিনি হেগসেথের সঙ্গে একমত। যত দ্রুত সম্ভব জার্মানি এই পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেবে।
এর আগে জার্মানি ইউক্রেনকে দুটি প্যাট্রিয়ট সিস্টেম দিয়েছিল। এই নতুন সংযোজনের ফলে জার্মানির দেওয়া প্যাট্রিয়ট সিস্টেমের মোট সংখ্যা হবে সাতটি, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বুধবার (২৩ জুলাই) ফের তারা রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকে বসবেন। এটি সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম। এই সিস্টেমগুলো ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জার্মানি ইউক্রেনের অন্যতম প্রধান সামরিক সহায়তাকারী দেশ। তারা ট্যাংক, কামান, বিমান-বিধ্বংসী বন্দুক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বারবার ইউক্রেনের প্রতি তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের বিজয়ের জন্য জার্মানি তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন শান্তি বৈঠকটি উভয় পক্ষের মধ্যে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হতে পারে। এর আগে বেশ কয়েকবার শান্তি আলোচনা হলেও তাতে তেমন অগ্রগতি হয়নি। তবে ইউক্রেনের ওপর রাশিয়ার চাপ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক প্রচেষ্টার কারণে উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।