বেইজিংয়ে ভারি বৃষ্টি ও বন্যায় নিহত ৩০

চীনের রাজধানী বেইজিংয়ে টানা এক সপ্তাহ থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়ে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি ও আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের কর্মকর্তারা বন্যার জন্য সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছেন। গত শনিবার (২৬ জুলাই) বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বন্যা অন্তত স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। আর যেন প্রাণহানি না ঘটে সেজন্য সতর্ক থাকার কথা বলেছেন।

বেইজিংয়ে এই সময়ে এমন চরম বৃষ্টিপাত নতুন নয়। এর আগে ২০১২ সালের জুলাই মাসে এক বন্যায় ৭৯ জন নিহত হয়েছিলেন, যা ছিল এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ঘটনা।