চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রবি কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ফুলতলা এলাকায় আজ শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় বেসরকারি মুঠোফোন অপারেটর রবির এক কর্মী নিহত ও একজন আহত হয়েছে।
নিহত কর্মীর নাম আবদুস সালাম রুহুল (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। আহত কর্মীর নাম মাসুদ রানা।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টার দিকে রুহুল ও মাসুদ মোটরসাইকেলে করে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা এলাকায় একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রুহুল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।