গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনার মহাসড়কের উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নামএখনও জানা যায়নি। মহাসড়কের ওপর দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পড়ে থাকায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ হয় যানবাহনের লাইন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান দুজন নিহতের কথা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও বাসের হেল্পার। আহত হয় নারী ও শিশু সহ অন্তত ২০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কজনক। রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের নাম এখনো পাওয়া যায়নি।