ঘুরতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিফা আক্তার (৫) নামে এক শিশু মারা গেছে। গতকাল রোববার (১৮ মে) বিকেল ৫টার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কের সত্যপীর মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিফা সাতকানিয়া উপজেলার হাদিয়ার পাড়া এলাকার নুরুল আবছারের মেয়ে। সে এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। তার বাবা সৌদি আরব প্রবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিফা তার মায়ের সঙ্গে বেড়াতে বের হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় বান্দরবানগামী ‘পূরবী’ পরিবহণের একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের চাচা আনছার উদ্দিন জানান, আমার বোন ও ভাগ্নে-ভাগনিরা বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্পের দিকে ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।