ডাকাতের কবল থেকে বাঁচতে গিয়ে ট্রাক উল্টে হেলপার নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে দ্রুতগামী একটি মিনি ট্রাক রাস্তায় ফেলা গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সাকিবুল ইসলাম প্রাণ হারান।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত গভীর রাতে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার কামদিয়া-পাঁচবিবি সড়কের শাইলট্রি ব্রিজের কাছে একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় দ্রুতগতিতে সেখানে একটি আম বোঝাই মিনি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ওই ট্রাকের হেলপার সাকিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তিনি নওগাঁ জেলার সারাইগাছি গুচ্ছ গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।
এ ছাড়া ট্রাকচালক মেহেদী হাসান গুরুতর আহত হন। পরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার সময় ট্রাকচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায় এবং ৯৯৯ নম্বরে কল দিলে সেখানে দ্রুত বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একদল পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।