মাইলস্টোন স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত সোমবার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আরও দুই দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ‘রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে না।’
মঙ্গলবার স্কুল খুলবে কিনা, জানতে চাইলে শাহ বুলবুল বলেন, ‘সে সিদ্ধান্ত সোমবার জানা যাবে। কর্তৃপক্ষ সোমবার বসে স্কুল খোলা বা না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানটিতে রোববার (২৭ জুলাই) থেকে শিক্ষা কার্যক্রম চলার কথা থাকলেও সেটি হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে রোববার ও সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি কবে খুলবে সে ব্যাপারে সোমবারই সিদ্ধান্ত জানানো হবে।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোনের একটি ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই শিশু।