তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে আসছে মুখরের ‘সুব্রত সেনগুপ্ত’

নব্বই দশকের শেষভাগে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’। তরুণ ও প্রতিশ্রুতিশীল পরিচালক আবীর ফেরদৌস মুখর পরিচালিত এই ২৫ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্রটি নির্মিত হয়েছে কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদের একটি চিত্রনাট্য অবলম্বনে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সুব্রত সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্বরণ। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওন ও আরও অনেকে।
চলচ্চিত্রটির নির্মাণযাত্রা শুরু হয়েছিল প্রায় ছয় বছর আগে। কুষ্টিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে শ্যুট হওয়া এ ছবিটি ধাপে ধাপে ক্রাউড ফান্ডিং এবং বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সম্পন্ন হয়।
পরিচালক আবীর ফেরদৌস মুখর বলেন, আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট-এ কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সাথে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এই কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি। টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে—তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, এই গল্প দর্শকদের চিন্তার জগতে নাড়া দেবে। সকল দর্শকের উৎসাহই আমাদের ভবিষ্যতের পাথেয়।
চলচ্চিত্রটি গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক পুরস্কার অর্জন করে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।
চলচ্চিত্রটি আগামী আগামীকাল ১ মে, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।