‘সত্যের পক্ষে থেকে আরও এগিয়ে যাবে এনটিভি’

আমরা যখন ছোট ছিলাম তখন এনটিভি যাত্রা শুরু করে। তখন থেকেই এনটিভি দেখে আসছি। একটি গণমাধ্যম শুধুমাত্র সাংবাদমাধ্যম হিসেবেই বিবেচিত হয় না। উন্নত বিশ্বে এটা সামাজিক দায়বদ্ধতার জায়াগা থেকে একটি প্লাটফর্ম হিসেবে বিবেচিত হয়। এই দায়বদ্ধতার জায়গা সাফল্যের সাথে পাড়ি দিয়েই এনটিভি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল।
এনটিভির শুরু থেকেই সংবাদ, জনসচেনতামূলক প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নসহ সবকিছূতে বেশ ভূমিকা রেখেছে। প্রত্যাশা রাখব, আগামী দিনেও এনটিভি তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং বস্তুনিষ্ঠ সত্য উপস্থাপনের ক্ষেত্রে এনটিভি তার ভূমিকা আরও জোরালো করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হবে না। বরং সত্যের পক্ষে থেকে এনটিভি তার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে— এই প্রত্যাশা করছি।
নিঃসন্দেহে তরুণ ও যুবসমাজ একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণরাই মূখ্য ভূমিকা রেখে থাকে। চব্বিশের গণঅভুত্থানে ছাত্ররা-যুবারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রত্যাশা করি, তরুণ ও যুবকদের গড়ে তোলার জন্য এনটিভির যে ধারাবাহিকতা তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটির সকল কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
লেখক : কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির