মুখোমুখি হচ্ছেন মেসি-ইয়ামাল

লামিনে ইয়ামালের মাঝে লিওনেল মেসির ছায়া দেখেন অনেকে। ১৭ বছর বয়সে যা করে দেখিয়েছেন, তা মনে করিয়ে দেয় পুরোনো মেসিকে। তার ওপর মেসির পদচিহ্ন অনুসরণ করে ইয়ামাল খেলছেন বার্সেলোনাতে। মেসির সঙ্গে তার সম্পর্কটাও অজানা নয় কারও।
এবার দুই তারকা মুখোমুখি হতে চলেছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের মার্চে একে অপরের মোকাবিলা করবেন। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হতে পরবর্তী ফিনালিসিমা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (১৮ মে) এমনটিই জানান রোমানো।
কোপা আমেরিকা ও ইউরো জয়ী দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ফিনালিসিমা। দুই মহাদেশের দুই শ্রেষ্ঠ দল সেরাদের সেরা হওয়ার পরস্পর মুখোমুখি হয়। সর্বশেষ ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ধরে রেখেছে নিজেদের শ্রেষ্ঠত্ব। ইউরো জিতেছে স্পেনের। স্পেনের জার্সিতে ইউরোজয়ী ইয়ামাল এবং আর্জেন্টিনার জার্সিতে কোপা জয়ী মেসিকে মুখোমুখি লড়তে দেখে ভক্তরা তাই বাড়তি আনন্দই পাবেন।
ইয়ামালকে নিয়ে চর্চা করতে গিয়ে অনেকেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন। মেসির মতো তিনিও বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। ক্যারিয়ারের শুরুতেই সাফল্য পেলেও মেসির সঙ্গে তুলনায় আপত্তি ইয়ামালের। এটি উপভোগ করলেও মেসির পর্যায়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন ইয়ামাল। বরং চান নিজের পরিচয় গড়তে।