কারবালায় হোটেলে আগুনে ৫ ইরানির মৃত্যু

আহত ইরানি পুণ্যার্থীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : আইএনএস
ইরাকের কারবালায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ইরানি পুণ্যার্থী মারা গেছেন। গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
খোরাসান রাজাভির হজ অ্যান্ড পিলগ্রিমেজ অর্গানাইজেশনের প্রধান জাভেদ শাদ বার্তা সংস্থা আইএনএসকে বলেন, কারবালা নগরীর কাসর আল মোলা হোটেলে এই অগ্নিকাণ্ডে পাঁচজন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। এঁদের বাড়ি ইরানের খোরাসান রাজাভি প্রদেশে।
জাভেদ শাদ আরো বলেন, অবৈধ পথে ১০৮ নজন ইরানির একটি দল কারবালায় এসেছিল। তাঁরা যে হোটেলটিতে ওঠেন, সেখানে নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি ছিল। এ ঘটনায় অপর দুই ইরানি পুণ্যার্থী আহত হয়েছেন বলেও জানান তিনি।