ইরাক-সৌদি সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

ইরাক-সৌদি আরব সীমান্তের ইরাকি ভূখণ্ডে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় এক কমান্ডারসহ ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছে।
আত্মঘাতী ওই বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে ইরাকের আনবার প্রদেশের হাফর জাউইয়াহ সীমান্তঘাঁটির সদর দপ্তরে হামলা চালায়। এতে আরো ১৪ সীমান্তরক্ষী আহত হয়েছে। খবর বাসস ও বার্তা সংস্থা এএফপির।
সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেল জানান, বোমা হামলাকারী সেনাবাহিনীর পোশাক পরে বিস্ফোরকভর্তি একটি সামরিক যানে করে এ হামলা চালায়।
ওই সেনা কর্মকর্তা আরো জানান, হামলায় নিহতদের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হুসেইন আল-গোলি রয়েছেন।
আনবার প্রদেশের রুতবা অঞ্চলে স্থানীয় কর্মকর্তা ইমাদ আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইরাকে ইসলামিক স্টেট জিহাদিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আসছে।