বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠকে বসতে জেলেনস্কিকে ট্রাম্পের চাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে জোর চাপ দিয়ে চলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় আজ রোববার (১১ মে) ডোনাল্ড ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে রাজি নন, তবে রক্তস্নান অবসানে সমঝোতায় পৌঁছাতে দর-কষাকষির জন্য তিনি বৃহস্পতিবার তুরস্কে আলোচনায় বসতে ইচ্ছুক। ইউক্রেনের উচিত অতিদ্রুত এ বিষয়ে রাজি হওয়া।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ার আগে সোমবার (১২ মে) থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানান।

এ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প তার বার্তায় আরও বলেন, কমপক্ষে তারা এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো বা না পৌঁছানোর বিষয়টি নির্ধারণ করুক। যদি তা না হয় তবে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানে সবার সঙ্গে সমন্বিতভাবে কীভাবে এগোতে হবে। আমার মনে হচ্ছে, ইউক্রেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি চুক্তি করবে। ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিজয় উদযাপনে ব্যস্ত, তবে সেটিতে জয়লাভ করা সম্ভব হতো না যুক্তরাষ্ট্রের ভূমিকা ছাড়া। এই মুহূর্তে বৈঠকে বসুন!!!