চীন ও তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

চীন ও তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
ব্লক করা অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে চীনের ‘গ্লোবাল টাইমস’ ও ‘সিনহুয়া নিউজ এজেন্সি’র এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অপর একটি প্রতিষ্ঠান।
‘গ্লোবাল টাইমস’ হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির মালিকানাধীন ‘পিপলস ডেইলি’র ইংরেজি ট্যাবলয়েড, আর ‘সিনহুয়া’ চীনের সরকারি বার্তা সংস্থা।
এ সিদ্ধান্তের আগে বেইজিংয়ে ভারতীয় দূতাবাস এক্সে সরাসরি গ্লোবাল টাইমসকে সতর্ক করে লিখেছিল: “প্রিয় @গ্লোবালটাইমসনিউজ, আপনারা অনুগ্রহ করে তথ্য যাচাই করে, নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়ে তবেই সংবাদ প্রচার করুন।”
একটি পরবর্তী পোস্টে দূতাবাস জানায়, অপারেশন সিন্ধুর নিয়ে পাকিস্তানপন্থী একাধিক অ্যাকাউন্ট ভুয়া ও যাচাইবিহীন তথ্য ছড়াচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ভারতে এখন ‘@গ্লোবালটাইমসনিউজ’ অ্যাকাউন্টে প্রবেশ করলে দেখা যাচ্ছে: “একাউন্ট উইথহেল্ড। @গ্লোবালটাইমসনিউজ হ্যাজ বিন উইথহেল্ড ইন ইন্ডিয়া ইন রেসপন্স টু অ্যা লিগ্যাল ডিমান্ড।”
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট বেশ কিছু পুরোনো বা বিকৃত ভিডিও ও ছবি শনাক্ত করেছে, যেগুলো বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে ভুয়া তথ্য ছড়াতে ব্যবহার করা হচ্ছে।
এই ঘটনার পাশাপাশি আবারও অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের ভূখণ্ড দাবি ও নামকরণ প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “চীন বারবার ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তন করে একপেশে দাবির চেষ্টা করছে। আমরা এই প্রয়াস সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে।”
চীন এর আগে ২০২৪ সালে অরুণাচল প্রদেশের ৩০টি নতুন নাম প্রকাশ করে, যার জবাবে ভারত তীব্র আপত্তি জানায়।