এয়ারপড খুঁজতে গিয়ে ট্রেনের নিচে আটকা, উদ্ধারে দমকল বাহিনী

জার্মানিতে একটি চলমান ট্রেনের আর্মরেস্টের নিচে পড়ে যাওয়া এয়ারপড খুঁজতে গিয়ে এক ব্যক্তি আটকে পড়েন। পরে তাকে উদ্ধার করতে হাইড্রোলিক সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে দমকল বাহিনীকে। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় উত্তর-মধ্য জার্মানির লেহর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় শনিবার (২৫ মে) প্রকাশিত এক বিবৃতিতে স্থানীয় দমকল বিভাগ এ তথ্য জানিয়েছে।
দমকল বিভাগ জানায়, ‘প্রাথমিকভাবে সহজ উদ্ধার অভিযান বলে মনে হয়েছিল, তা পরে জটিল উদ্ধার অভিযানে পরিণত হয়। কারণ ইতিমধ্যে ব্যক্তির হাত এতটাই ফুলে গিয়েছিল যে, সাধারণ সরঞ্জাম ব্যবহার করে তাকে আর মুক্ত করা সম্ভব ছিল না। এই অভিযানে মোট ১১ জন অগ্নিনির্বাপক কর্মী এবং দুটি গাড়ি ব্যবহার করা হয়েছিল।’
অগ্নিনির্বাপক দলকে ট্রেনের লাগেজের র্যাক এবং আসন ভেঙে ফেলতে হয়েছিল। এরপর আর্মরেস্ট ভেদ করে হাইড্রোলিক সরঞ্জাম ব্যবহার করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি মোট দেড় ঘণ্টা আটকে ছিলেন।

এটিকে ‘অপ্রীতিকর ঘটনা’ হিসেবে বর্ণনা করে দমকল বিভাগ জানায়, ঘটনার সময় দর্শনার্থীদের ভিড় সামাল দিতে ঘটনাস্থলে পুলিশকেও ডাকা হয়েছিল। বিভাগটি আরও উল্লেখ করেছে, ‘কৌতূহলী দর্শনার্থীরা যাতে আটকে পড়া ব্যক্তির মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে না পারে, সেজন্য উদ্ধার অভিযান এলাকাটি কেবল বিস্তৃতভাবে ঘিরে রাখা হয়নি, বরং ট্রেনের বাইরের দিকে একটি উদ্ধারকারী কম্বল দিয়ে সরাসরি দৃশ্য অবরুদ্ধ করা হয়েছিল।’
দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চলার কারণে ট্রেনটি খালি করে দেওয়া হয় এবং বাকি যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণের ব্যবস্থা করা হয়।