এবার টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ত্রুটি, জরুরি অবতরণ

টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের কেবিনে “অতিরিক্ত গরম” অনুভূত হওয়ায় সতর্কতামূলকভাবে কলকাতায় জরুরি অবতরণ করানো হয়েছে। রোববার (২৯ জুন) এ ঘটনা ঘটে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, হানেডা থেকে দিল্লিগামী বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের ফ্লাইট এআই৩৫৭ কলকাতায় নিরাপদে অবতরণ করেছে এবং বিমানটিতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বিমান সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের দিল্লি পাঠানোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে, এর একদিন আগে শনিবার মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটও কেবিনে পোড়া গন্ধ পাওয়ার কারণে সতর্কতামূলকভাবে মুম্বাইতে ফিরে আসে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার এআই৬৩৯ ফ্লাইটের কেবিনে পোড়া গন্ধ পাওয়া গেলে বিমানটি মুম্বাইতে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে।