গাজায় ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার করল আইডিএফ

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহত সেনার নাম ইয়ার এলিয়াহু, যার বয়স ১৯ বছর। তিনি নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ার সৈনিক ছিলেন।
আজ শুক্রবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের এই সেনাসদস্য গাজায় যুদ্ধরত অবস্থায় নিহত হয়েছেন। রাতের বেলায় উত্তর গাজা উপত্যকায় একটি ‘অপারেশনাল দুর্ঘটনায়’ তার মৃত্যু হয়।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে ৮৮০ জনেরও বেশি হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার সময় নিহত হয় ৩২০ জনেরও বেশি সেনা।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোলের সদর দপ্তরে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে।