পাকিস্তান এয়ারলাইন্সের শেয়ার বিক্রিতে ৪ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল সরকার

ঋণগ্রস্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) শেয়ার কেনার জন্য চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠী ও একটি সামরিক-সমর্থিত সংস্থাও।
মঙ্গলবার (৮ জুলাই) সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খবর ডনের।
দীর্ঘদিন ধরে লোকসানে থাকা রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রি করার চেষ্টা করছে পাকিস্তান সরকার। এর মূল লক্ষ্য হলো তহবিল সংগ্রহ করা এবং ৭ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচির আওতায় লোকসানে চলা রাষ্ট্রীয় উদ্যোগগুলোকে সংস্কার করা। এটি প্রায় দুই দশকের মধ্যে পাকিস্তানের প্রথম বড় ধরনের বেসরকারীকরণ হতে যাচ্ছে।
পিআইএর শেয়ার কেনার জন্য প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- প্রধান শিল্প সংস্থা লাকি সিমেন্ট, হাব পাওয়ার হোল্ডিংস, কোহাত সিমেন্ট ও মেট্রো ভেঞ্চারসের সমন্বয়ে গঠিত ব্যবসায়িক জোট।
বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব কর্পোরেশনের নেতৃত্বাধীন আরেকটি জোট, যার সদস্য হিসেবে রয়েছে সার উৎপাদনকারী ফাতিমা ফার্টিলাইজার, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দ্য সিটি স্কুল ও রিয়েল এস্টেট ফার্ম লেক সিটি হোল্ডিংস।
এছাড়াও সামরিক-সমর্থিত কংলোমারেট ফৌজি ফার্টিলাইজার কোম্পানি এবং পাকিস্তানি এয়ারলাইন এয়ারব্লু পিআইএর শেয়ার কেনার জন্য অনুমোদন পেয়েছে।