একদিনেই পররাষ্ট্র দপ্তরের ১৩০০ কর্মী ছাঁটাই করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) একদিনেই এক হাজার ৩০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। অভ্যন্তরীণ নোটিশে এমনটি বলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নোটিশ অনুযায়ী, এক হাজার ১০৭ জন সিভিল সার্ভিস কর্মী ও ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন। ট্রাম্প প্রশাসনের অধীনে ফেডারেল সরকারের কাঠামো সংকোচনের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের বহু অফিস ও ব্যুরো বিলুপ্ত বা রূপান্তর করা হচ্ছে এই পুনর্গঠনের অংশ হিসেবে।

নোটিশে বলা হয়, “প্রায় ৩ হাজার কর্মী পুনর্গঠনের অংশ হিসেবে দপ্তর ছাড়বেন।” এই সংখ্যার মধ্যে ছাঁটাই ছাড়াও স্বেচ্ছায় পদত্যাগকারীরাও রয়েছেন।
নোটিশে আরও বলা হয়, “২০২৫ সালের ২২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ঘোষিত পুনর্গঠন পরিকল্পনার আলোকে, দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রমকে কূটনৈতিক অগ্রাধিকারে কেন্দ্রীভূত করতে ঢেলে সাজানো হচ্ছে। এই ছাঁটাই কার্যক্রম শুধুমাত্র এমন বিভাগে সীমাবদ্ধ রাখা হয়েছে, যেগুলো মূল দায়িত্বের বাইরে, অন্য ইউনিটের সঙ্গে মিলে যায় অথবা একীভূত করে পরিচালনা করলে খরচ ও সময় বাঁচানো সম্ভব।”

ছাঁটাইয়ের আওতায় পড়া ফরেন সার্ভিস কর্মকর্তাদের শুক্রবার “রিডাকশন ইন ফোর্স (আরআইএফ)” নোটিশ দেওয়া হবে এবং এরপর তারা ১২০ দিনের প্রশাসনিক ছুটিতে থাকবেন। এরপরই চাকরিচ্যুতি কার্যকর হবে। অন্যদিকে, সিভিল সার্ভিস কর্মীদের জন্য এই সময়সীমা হবে ৬০ দিন।