ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়া কোনো চুক্তি নয়: ইরান

বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়া কোনো পারমাণবিক চুক্তি মেনে নেবে না বলে জানিয়েছে ইরান। আজ শনিবার (১২ জুলাই) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কোনো সমঝোতার বিষয় নয়। খবর আলজাজিরার।
তেহরানে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের এক সমাবেশে আরাগচি বলেন, সমৃদ্ধকরণের অধিকারের জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। এর জন্য আমাদের ওপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের কর্মকর্তা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, তিনি এমন একটি পারমাণবিক চুক্তি সমর্থন করেন যা ইরানকে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেবে না।
ইরানি কর্মকর্তারা এখন পর্যন্ত ওই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে আরাগচি জোর দিয়ে বলেছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরিকে ‘অ-ইসলামিক ও অমানবিক’ বলে মনে করে। ইরান এই পথে আগাবে না।