যে দুই দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ

ব্যস্ত সূচি শেষ করে একটু ফুসরত ফেলার সময় পেয়েছেন ক্রিকেটাররা। টানা খেলার ধকল কাটাতে দেশ-বিদেশে ছুটি কাটাচ্ছেন লিটন-রিশাদরা। আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। কিন্তু সেই সফর পিছিয়ে যাওয়ায় সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে আর বাংলাদেশ দলের কোনো ম্যাচ নেই।
তবে, এশিয়া কাপের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে, এশিয়া কাপের আগে অন্তত একটি সিরিজ খেলতে চেয়েছিলেন অধিনায়ক লিটন দাস। তার কথায় গুরুত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) চেষ্টা করছে দ্বিপাক্ষিক কোনো সিরিজ আয়োজনের। বড় দলগুলো পূর্ব নির্ধারিত সূচি থাকায় আপাতত দুইটি দলকে সামনে রেখে পরিকল্পনা করছে বিসিবি।
আজ শনিবার (২৬ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেখানেই বিসিবির পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।
ফাহিম বলেন, ‘বেশিরভাগ দেশেরই নির্ধারিত সিরিজ আছে। (দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য) প্রথম সারির কোনো দেশ এখন অ্যাভেইলঅ্যাবল না। কারণ তাদের নির্ধারিত প্রোগ্রাম আছে। আমরা অন্য কোনো দেশের সঙ্গে সিরিজ আয়োজনের একটা চেষ্টা করে যাচ্ছি। সেটা হতে পারে নেদারল্যান্ডস, হতে পারে নেপাল।’
বিসিবির পরিকল্পনা ঘরের মাঠে এই সিরিজ আয়োজন করা। যদি শেষ পর্যন্ত সেটি সম্ভব না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ টাইগার্স বা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারে লিটন দাসের দল। সেটিরও ইঙ্গিত দিয়েছেন ফাহিম।
নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘যদি বিদেশি দল না পাই সেক্ষেত্রে আমরা এখন থেকেই ভাবছি জাতীয় দল যখন বাইরে খেলতে যাবে তখন জাতীয় দলের কাছাকাছি সবচেয়ে ভালো যে দল তাদের সঙ্গে একটা সিরিজ খেলব। তাতে জাতীয় দলের একটা ভালো প্রস্তুতি হবে আর যারা সামনে জাতীয় দলে আসছে তাদের জন্যও প্রতিযোগিতার ভালো সুযোগ হবে।’
অবশ্য লম্বা সময়ের জন্য ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্পও করতে পারে বলে আভাস পাওয়া গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। এই সিরিজে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেটা দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার চিন্তা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ মুহূর্তে ভারত বেঁকে বসায় এ বছর আর সিরিজটি হচ্ছে না। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে তারা। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।