বোমা হামলার পর সিরিয়ায় বিমান হামলা জোরদার ইসরায়েলের

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে বিমান অভিযান চালিয়েছে। এই অভিযানকে ওই অঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (২৬ আগস্ট) দামেস্কের কাছে কিসওয়েহ শহরে একটি স্থানে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। যাতে ছয়জন সিরীয় সেনা নিহত হয়। এরপর গতকাল ওই একই স্থানে আবার বোমা হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দ্বিতীয় হামলার পর ইসরায়েলি সেনারা সেখানে হেলিকপ্টারে করে অবতরণ করে একটি অভিযান চালায়। তবে সেই অভিযানের বিস্তারিত এখনও জানা যায়নি।
সাবেক সিরীয় সামরিক ঘাঁটি এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেখানে ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র ছিল।

গত ডিসেম্বরে সিরিয়ার নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই অভিযানকে ইসরায়েলের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল যদিও এই অভিযানের খবর নিশ্চিত করেনি, তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, দেশের নিরাপত্তার জন্য তাদের বাহিনী সব যুদ্ধক্ষেত্রে কাজ করছে।