বোলারদের দাপটে শক্ত অবস্থানে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে শুরুর ব্যাটিং বিপর্যয় সমলে লক্ষ্যটা খুব বেশি বড় দিতে পারেনি বাংলাদেশ। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে দ্রুত উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে তুলেছে টাইগাররা। আজ মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে মাত্র ৫১ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান।
স্কোরবোর্ডে মাত্র ১৫ রান তুলতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এত কম রানে ৫ উইকেট হারায়নি কখনও তারা। এর আগে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট হারিয়েছিল তারা, যেটি ছিল সর্বনিন্ম। বাংলাদেশের জন্যও এটি রেকর্ড, আজ তারা সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিল। এর আগে ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৪ রোনে ৫ উইকেট পেয়েছিল বাংলাদেশ।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। মেহেদি হাসানের ওভারের শেষ বলে পয়েন্টের দিকে ঠেলে ১ রান নিতে চেয়েও ফিরতে গেলে রানআউট হয়ে ফিরেছেন সাইম আইয়ুব। পারভেজ–রিশাদ হয়ে লিটনের হাতে বল আসলে তিনি উইকেট ভাঙেন। ৪ বলে ১ রান করেছেন সাইম।
দ্বিতীয় ওভারে শরীফুল ইসলামের এলবিডব্লু হয়ে ফিরেছেন মোহাম্মদ হারিস। ১.৩ ওভারে বল পায়ে লাগলে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। পরে রিভিউ নিলে আম্পায়ার্স কলে তাকে ফিরে যেতে হয়েছে রানের খাতা না খুলেই।
চতুর্থ ওভারে দলীয় ১৪ রানেই তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। এবার শরীফুলের শিকার ফখর জামান। ওভারের দ্বিতীয় বলে বাঁহাতি পেসার শরীফুলের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরেন ফখর। ৮ বলে ৮ রান করেছেন তিনি।
পঞ্চম ওভারে এসে পাকিস্তানকে মোটামোটি কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশের বোলাররা। পেসার তানজিম হাসান সাকিব নিজের প্রথম ওভারে পরপর ২ বলে হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়েছেন। স্কোরবোর্ডে তখন পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিযে ১৫ রান। তানজিমের বলে দুই নেওয়াজই রানের খাতা না খুলেই উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন।
বাংলাদেশের বোলারদের তোপের মুখে পাওয়ার প্লের ৬ ওভার শেষে মাত্র ১৭ রানেই ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
এরপর দশম ওভারে মেহেদি হাসানের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফিরেছেন পাকিস্তানের অধিনায়ক আঘা সালমান। ২৩ বলে ৯ রান করেন তিনি।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুর ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে জাকের আলীর ৫৫ রানে ভর করে ১৩৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।